০১৭১২৩২৯৮৭৮
হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী আসনের সর্বস্থরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার প্রেরণার উৎস। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আমার প্রিয় জনপদের মাটি ও মানুষের পাশে থাকতে চাই; আপনাদের সেবায় নিজেকে নিবেদিত করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের অগাধ আস্থা ও সহযোগিতায় আমরা গড়ে তুলব একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ নবীগঞ্জ-বাহুবল ইন শা আল্লাহ।
নাম : মুফতী নিজাম উদ্দিন আল আদনান
পিতা : মরহুম শায়েখ মাওলানা মুহিউদ্দীন
মাতা : শায়েখ ফাতেমা তালুকদার
জন্ম : ২ মে, ১৯৯৬ ইং
বাংলাদেশের রাজনীতিতে যে ক’জন তরুণ নেতৃত্ব ও আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ নতুন দিগন্ত উন্মোচন করছে, তাদের মধ্যে অন্যতম মুফতী নিজাম উদ্দিন আল আদনান। তিনি কেবল কওমি অঙ্গনের প্রভাব বিস্তারকারী আলেম রাজনীতিবিদ নন, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী। রাজনীতি, ধর্মীয় শিক্ষা ও সমাজসেবার মধ্যে সমন্বয় ঘটিয়ে বর্তমানে তিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জন্ম ও পরিবার
মুফতী নিজাম উদ্দিন আল আদনান ১৯৯৬ সালের ২ মে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী আলাপুর গ্রামের সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন শায়েখ মাওলানা মহিউদ্দীন রহ. ও শায়েখা ফাতেমা তালুকদার-এর কনিষ্ঠ সাহেবজাদা এবং শায়েখ লুৎফাবাদী আব্দুল কাদির পীর সাহেব তেতৈয়া রহ.-এর নাতি।
চার ভাই ও চার বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান হিসেবে মুফতী নিজাম উদ্দিন আল আদনান পরিবারের প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছেন। বড় ভাই আলহাজ্ব মাওলানা মঈন উদ্দীন, মেজো ভাই হাফেজ মাওলানা বদর উদ্দীন এবং সেজো ভাই হাফেজ মাওলানা শফি উদ্দীন। তার পরিবারের সকল সদস্যই আলেম, শিক্ষক ও ব্যবসায়ী।
২০১৭ সালের ২ জুলাই মুফতী নিজাম উদ্দিন আল আদনান হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চুনারুঘাট শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা জুহুর আলী হাফিজাহুল্লাহ’র কনিষ্ঠ কন্যা আলেমা হাবিবা জিকরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক—মেয়ে হানিয়া আদনান মুছাফ্ফা এবং ছেলে জিমাম উদ্দিন আল আহনাফ।
মুফতী নিজাম উদ্দিন আল আদনানের পিতা শায়েখ মাওলানা মুহিউদ্দীন রহ. ছিলেন বাংলাদেশের বিখ্যাত পীরে কামেল শায়খ লুৎফর রহমান বর্ণভী রহ.এর বিশেষ খলিফা। তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন আলাপুর তাহফিজুল কোরআন মাদরাসা ও বড়ইউড়ি জামেয়া মুশাররফিয়া মাদরাসা। এ ছাড়া ইহতেমামির দায়িত্ব পালন করেন শিবপাশা মমতাজুল উলূম মাদ্রাসাসহ বহু দ্বীনি প্রতিষ্ঠানে।
বাতিলের বিরুদ্ধে আপোষহীন লড়াই, সুন্নতের পাবন্দী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দৃঢ় আনুগত্য তার জীবনের মূল বৈশিষ্ট্য ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাহুবলের উম্মুল মাদারিস খ্যাত প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলূম বাহুবল মাদ্রাসার খেদমতে নিয়োজিত ছিলেন। পাশাপাশি উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি ও হবিগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
বর্তমান বাসস্থান
মুফতী নিজাম উদ্দিন আল আদনান আলাপুর গ্রামে জন্মগ্রহণ করলেও তার পরিবার দীর্ঘকাল ধরে বাহুবল শহরে বসবাস করছেন। পরিবারের সঙ্গে তিনিও বেড়ে উঠেছেন উপজেলা সদরেই। বাহুবল উপজেলা শহরস্থ ইসলামাবাদ আবাসিক এলাকায় ‘ফাতেমা মঞ্জিল’ তাদের বর্তমান ঠিকানা। এখানে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
শিক্ষাজীবন
মুফতী নিজাম উদ্দিন আল আদনান প্রাথমিক পড়াশোনা শুরু করেন নিজ পিতার কর্মস্থল ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলূম বাহুবল মাদ্রাসায়। হেফজ পড়েন চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাইতুন নুর তাহফিজুল কুরআন মাদ্রাসায়। কিতাব লাইনে এক বছর পড়াশোনা করেন সিলেটের ওসমানীনগর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল কুরআন দয়ামীর মাদ্রাসায়। পরে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. প্রতিষ্ঠিত রাজধানীর রিভারভিউ বসুন্ধরায় জামেয়াতুল আবরার মাদ্রাসায় মিযান, নাহবেমির ও হেদায়াতুন নাহু পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন। অতঃপর উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হন দেশের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি বড়) মাদ্রাসায়। সেখানে শরহে বেকায়া থেকে টানা ইফতা পর্যন্ত পড়াশোনা সমাপ্ত করেন।
রাজনৈতিক ও ছাত্রজীবন
মুফতী নিজাম উদ্দিন আল আদনান জন্মসূত্রে জমিয়তের রাজনীতির সাথে পরিচিত, ছোট থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ইউনিয়ন থেকে পর্যায়ক্রমে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহুবল উপজেলার ৪ নং সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি, বাহুবল উপজেলা শাখার প্রচার সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা শাখার সদস্য, মাদ্রাসা বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, রাজধানীর যাত্রাবাড়ি বড় মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি, ঢাকা মহানগর শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মেধাবী এই ছাত্রনেতা।
এরপর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক (সেক্রেটারী জেনারেল) এবং সর্বশেষ কেন্দ্রীয় সভাপতি (প্রেসিডেন্ট) পদে সফলভাবে অবদান রেখেছেন। পাশাপাশি কওমি ও সম্মিলিত ছাত্র সংগঠনসমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’-এর মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে গঠিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক সদস্যের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। বর্তমানে তিনি যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আধ্যাত্মিক রাহবার
মুফতী নিজাম উদ্দিন আল আদনানের আধ্যাত্মিক রাহবার ও তালিমি মুরব্বি তার উস্তাজুল হাদিস মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (শায়খে যাত্রাবাড়ি)।
আন্দোলন-সংগ্রামে ভূমিকা
মুফতী নিজাম উদ্দিন আল আদনান প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়। বিশেষ করে জুলাই-আগস্ট অভ্যুত্থানসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সম্মুখ সারিতে ছিলেন। শাহবাগ, জাতীয় শহীদ মিনার, পল্টন, প্রেসক্লাব, বায়তুল মোকাররম, মতিঝিল, যাত্রাবাড়ি, রামপুরাসহ ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলনে তার নেতৃত্ব ও সাহসী উপস্থিতি আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে।
দুবার গ্রেফ্তার এবং অসংখ্যবার পুলিশি নির্যাতন ও গুম-খুনের হুমকির মুখে পড়লেও তিনি সংগ্রাম থামাননি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকালে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাঙ্ক, রামপুরা ও ঢাকার অন্যান্য স্থানে অনেক সহযোদ্ধা শহীদ হলেও তিনি থেমে থাকেননি।
সাহসের সাথে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তার ভাষায়, ‘ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে একজন সচেতন নাগরিক ও ছাত্রনেতা হিসেবে আন্দোলনে অংশগ্রহণ করা আমার নৈতিক ও ঈমানি দায়িত্ব ছিল।’
সামাজিক অবদান
মুফতী নিজাম উদ্দিন আল আদনান সামাজিকভাবেও বহুমুখী কাজ করছেন। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল সদস্য হিসেবে অসহায়, দারিদ্র্য, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও মানবিক সহায়তার উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
নিজ উপজেলা বাহুবলবাসীর জন্য সামাজিক ও সাংস্কৃতিক প্লাটফর্ম হিসেবে ২০১৩ সালের ১৫ আগস্ট প্রতিষ্ঠা করেছেন আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরাম, বাহুবল (আইসা ফোরাম বাহুবল)। এই ফোরামের মাধ্যমে উপজেলার তরুণ ও যুব সমাজের মাঝে সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতিবছর নাশিদ মাহফিল বা ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ ছাড়াও ফোরামের আরও ১৩টি সামাজিক কর্মসূচি রয়েছে, যা নির্ধারিত সময়ে যথারীতি পালন করা হয়।
এদিকে নির্বাচনী এলাকা হবিগঞ্জ-০১ (বাহুবল-নবীগঞ্জ) সর্বমহলের মানুষের যাবতীয় উন্নয়নের লক্ষ্যে ২০২০সালের ১৩ মার্চ গড়ে তুলেছেন ‘বাহুবল-নবীগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন’।
সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী
মুফতী নিজাম উদ্দিন আল আদনান নিজ জনপদের সেবক হওয়ার স্বপ্ন দেখছেন শৈশব থেকেই। মোটামুটি বুঝতে শেখার বয়স থেকেই নিজের সাধ্যমতো মানুষের জন্য কাজ করতে শুরু করেন তিনি। স্থানীয় আন্দোলন-সংগ্রাম, আঞ্চলিক উন্নয়ন, সাংস্কৃতিক পরিবর্তনসহ সবধরনের আর্থ-সামাজিক উন্নয়নে তার সরব ভূমিকা অল্পদিনেই গণমানুষের ভালোবাসা ও সমর্থন লাভ করে।
২০১৫ সাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কাজ শুরু করেন তরুণ এই রাজনীতিবিদ। এরপর ২০১৮ সালের নির্বাচনে বেশ আলোচনায় আসেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনে স্থানীয় ভোটররা তাকে নির্বাচনে অংশগ্রহণের তাগিদ দেন। তবে তৎকালীন আওয়ামী সরকারের অধীনে ডামি নির্বাচনে অংশ নেয়নি তার দল জমিয়তে উলামায়ে ইসলাম। তাই নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ান তিনিও।
তবে একই বছরের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর দেশে আবারও নির্বাচনী আবহ তৈরি হওয়ায় প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন আদনান। আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ও বিএনপি জোটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তিনি।
তরুণ আলেম হিসেবে তার রাজপথের সংগ্রাম, শিক্ষাজীবন, পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ড তাকে এই প্ল্যাটফর্মে শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত করছে।
নির্বাচিত হলে আদনানের পরিকল্পনা
শিক্ষা খাতে উন্নয়ন: স্থানীয় মাদ্রাসা ও স্কুলগুলোর মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি।
স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ : অসহায়, দারিদ্র্যগ্রস্ত ও প্রতিবন্ধী মানুষের জন্য সরকারি সহায়তা।
অবকাঠামো উন্নয়ন : সড়ক, পানীয় জল, স্যানিটেশন ও বিদ্যুৎ সংযোগের উন্নয়ন।
গ্যাস : প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের সর্বোচ্চ চেষ্টা।
ন্যায় শাসন : স্থানীয় প্রশাসন ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করা।
আলেম ও ইসলামি সমাজের ভূমিকা : কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
ভোটারদের উদ্দেশে মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বার্তা
হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী আসনের সর্বস্থরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার প্রেরণার উৎস। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আমার প্রিয় জনপদের মাটি ও মানুষের পাশে থাকতে চাই; আপনাদের সেবায় নিজেকে নিবেদিত করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের অগাধ আস্থা ও সহযোগিতায় আমরা গড়ে তুলব একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ নবীগঞ্জ-বাহুবল ইন শা আল্লাহ।