০১৮১২৩২৯৮৭৮
০১৭১২৩২৯৮৭৮
“জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আমার প্রিয় জনপদের পাশে থাকতে চাই।”
মুফতী নিজাম উদ্দিন আল আদনান ১৯৯৬ সালের ২ মে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তরুণ আলেম, ছাত্রনেতা এবং সমাজসেবি হিসেবে পরিচিত। ধর্মীয় শিক্ষা, রাজনীতি ও সমাজসেবার সমন্বয়ে তিনি স্থানীয় যুবসমাজে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে বহুল পরিচিত।
পিতা: মরহুম শায়েখ মাওলানা মুহিউদ্দীন
মাতা: শায়েখা ফাতেমা তালুকদার
জন্ম: ২ মে, ১৯৯৬
পরিবারটি দীর্ঘদিন ধরে বাহুবল শহরে বসবাস করছে। তিনি চার ভাই ও চার বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান।
প্রাথমিক ও হেফজ পর্যায়ের পড়াশোনা স্থানীয় মাদ্রাসায় সম্পন্ন করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে কিতাব ও উচ্চতর দ্বীনি শিক্ষা গ্রহণ করে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ি) থেকে ইফতা পর্যায়ের পড়াশোনা শেষ করেন।
ছাত্রজমিয়ত এবং যুবজমিয়তে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র-জনতার সাথে মিলেমিশে কাজ করছেন।
২০১৩ সালে তিনি উপজেলা যুবক-যুবতীদের জন্য 'আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরাম (আইসা ফোরাম বাহুবল)' প্রতিষ্ঠা করেন। এছাড়া ২০২০ সালে 'বাহুবল-নবীগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন' গঠন করে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখছেন।
দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়। বহুবার গ্রেফতার ও নির্যাতনের সন্মুখীন হলেও আদর্শ ও সংগ্রাম থেকে সরে আসেননি। জনগণের অধিকারের জন্য তিনি সাহসীভাবে মুক্তিযুদ্ধের চেতনার পথে অবিচল।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন — মাদ্রাসা ও স্কুল সমর্থন স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ — দুর্বলদের সহায়তা অবকাঠামো উন্নয়ন — সড়ক, স্যানিটেশন, পানীয় জল গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সুবিধা প্রসার ন্যায়শাসন ও সরকারি সেবার স্বচ্ছতা
"জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার প্রেরণার উৎস। আমি আপনাদের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই; ইন শা আল্লাহ আমরা একসাথে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক নবীগঞ্জ-বাহুবল গড়ব।"
ঠিকানা: ইসলামাবাদ আবাসিক এলাকা, বাহুবল, হবিগঞ্জ।
ইমেইল/ফোন: (প্রয়োজনে এখানে যোগাযোগের তথ্য যোগ করুন)